এমদাদুল হক সোহাগ:
কুমিল্লা ইবনে সিনা ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সকল সেবায় ইস্টার্ন প্লাজার ব্যবসায়ী ও দোকান মালিক-ব্যবসায়ীদের পরিবার এবং কর্মচারীদের কে ৩৫% বিশেষ ডিসকাউন্ট দেয়ার ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্টরা। তাছাড়া কর্পোরেট সেবার আওতায় তাদের জন্য আলাদা ডেস্ক ও বিশেষ সুবিধা দেয়া হবে। গত মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় প্রতিষ্ঠানটির ৬ষ্ট তলাল সম্মেলন কক্ষে ইস্টার্ন ইয়াকুব প্লাজার ব্যবসায়ী, দোকান মালিকদের সাথে মতবিনিময় ও তাদের সম্মানে ডিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবনে সিনা ট্রাস্ট এর এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ নিয়াজ মাখদুম শিবলী। আরো উপস্থিত ছিলেন ইবনে সিনা কুমিল্লা শাখার ইনচার্জ এস এম গোলাম মুর্তজা সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ। মঞ্চে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইয়াকুব প্লাজা দোকান মালিক সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব নুরে আলম ভূইয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুরুল আলম ভূইয়া।
ইবনে সিনা ট্রাস্ট এর এজিএম এন্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ নিয়াজ মাখদুম শিবলী বলেন, মানসম্মত সেবা দেয়া-ই আমাদের এক মাত্র লক্ষ্য। আমরা সব সময় চেষ্টা করি রোগীর হাতে একটি মান সম্মত রিপোর্ট যাতে দেয়া যায়। কুমিল্লা শাখা নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। বর্তমান শাখাটির পাশেই আমরা আরেকটি বড় জায়গা নিতে যাচ্ছি এবং আগামি কয়েক বছরের মধ্যে কুমিল্লায় একটি বিশ্ব মানের হাসপাতাল আমরা প্রতিষ্ঠিত করবো। ইতিমধ্যে কুমিল্লা শাখায় রোগীদের সেবার বিষয় নিয়ে কিছু অভিযোগ উঠেছে। আমার অত্যন্ত গুরুত্বের সাথে সেগুলো সমাধান করেছি। যে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে ইতিমধ্যে সড়িয়ে দেয়া হয়েছে। একজন দক্ষ সনোলজিস্ট ও রেডিওলজিস্ট ঢাকা থেকে কুমিল্লা শাখায় আনা হবে যিনি সার্বক্ষণিক সেবা দিতে পারবেন। তাছাড়া কুমিল্লায় প্রতিসপ্তাহে ঢাকার সুনামধন্য চিকিৎসকগণ কুমিল্লায় এসে চিকিৎসা সেবা প্রদান করছেন। ভবিষ্যতে তা আরো বৃদ্ধি করা হবে। ইবনে সিনা কুমিল্লা শাখায় পরীক্ষা নিরীক্ষার বিশ্বের সর্বাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে। ইবনে সিনা প্রতিষ্ঠার পর থেকেই রোগীদের জন্য ২৫% ডিসকাউন্ট দিয়ে আসছে। বিভিন্ন কর্পোরেট গ্রাহকদের ৩৫% ডিসকাউন্ট দেয়া হয়। কুমিল্লা ইস্টার্ন ইয়াকুব প্লাজার দোকান মালিক সমিতির সদস্য, ব্যবসায়ী ও তাদের পরিবার এবং দোকানের কর্মচারিদেরকে ৩৫% ডিসকাউন্ট দেয়া হবে। প্রত্যেক ব্যবসায়ীকে একটি ফরম পূরণ করে জমা দিলে সেই ফরমের তথ্য অনুসারে একটি কার্ড প্রদান করা হবে। প্রাথমিকভাবে শুধু কুমিল্লা শাখায় এই সেবা পাওয়া যাবে, পরবর্তীতে দেশের অন্যান্য শাখাতেও এই সেবা পাওয়া যাবে। ইবনে সিনাকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে তিনি ব্যবসায়ী নেতৃবৃন্দকে পাশে দাড়ানোর আহবান জানান।
ব্যবসায়ীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দোকান মালিক মালিক সমিতির সহসভাপতি জাকির হোসেন, সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, প্রচার সম্পাদক হাসান মোর্শেদ, ইতালিয়ান ব্র্যান্ডশপ লোটোর স্বত্বাধিকারী সাংবাদিক এমদাদুল হক সোহাগ প্রমুখ।