মন্ডপে মন্ডপে শঙ্খ বাজিয়ে,উলু ধ্বনি দিয়ে এমপি বাহারকে বরণ

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, সুদীর্ঘকাল ধরে কুমিল্লায় হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি এক সুদৃঢ বন্ধন সৃষ্টি হয়ে। এই ঐতিহ্যকে ধারন করে আমাদের সামনের দিনগুলিতে এগিয়ে যেতে হবে। সংখ্যাগুরু,সংখ্যালঘু বলে কোন ভেদাভেদ করা যাবে না। আমরা সবাই বাঙ্গালী। বঙ্গবন্ধুর আদর্শ, স্বপ্ন ও চিন্তা চেতনায় ছিল- ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সকলের। তিনি হিন্দু-মুসলিম নয়,বাঙ্গালী জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার  দিয়েছেন। আমরা সেই নীতিতে বিশ^াস করে আজকে কুমিল্লায় এক সাম্প্রদায়িক সম্প্রতির সুন্দর পরিবেশ তৈরী করেছি। শান্তির কুমিল্লায় আমরা কাউকে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে দেইনি। কাউকে কুমিল্লার শান্তি বিনষ্ট করতে দেওয়া হবে না। আপনারা নির্ভয়ে পূজা উদযাপন করেন। পূজা মন্ডপের শান্তি-শৃংখলা রক্ষায় আওয়ামী লীগ,অঙ্গ  ও সহযোগী সংগঠনের  নেতা-কর্মীরা আপনাদের পাশে রয়েছে।
গতকাল শনিবার  রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের  ও নগরীর দক্ষিনাঞ্চলের বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন।
জানা যায়,বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার গতকাল শনিবার ছিল মহা সপ্তমী। মন্ডপে মন্ডপে চলছিল সপ্তমীর নানা আচার অনুষ্ঠান। এমন আনন্দঘন মূহুর্তে বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি’র আগমন বাড়তি আমেজ  যোগ হয় উৎসবে। সনাতন ধর্মালম্বী  নারীরা শঙ্খ বাজিয়ে ,উলু ধ্বনি দিয়ে বরণ করে নেন তাদের প্রিয় অভিভাবককে। নানা  চক্রান্তের কারণে কিছুটা  শঙ্কা থাকলেও এমপি বাহারের উপস্থিতি প্রত্যেকটি মন্দিরেই বাড়তি উচ্ছ্বাস বয়ে আনে।
গতকাল শনিবার (২১  অক্টোবর) সন্ধ্যার পর আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর  ইউনিয়নের বারপাড়া কুমার   সংঘ পূজামন্ডপ  দিয়ে পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় শুরু করেন এমপি বাহার।  জগন্নাথপুর ইউনিয়নের ৪ টি মন্ডপ পরিদর্শন শেষে তিনি নগরীর ২৬ নং ওয়ার্ডের শামবক্সী  পূজামন্ডপ দিয়ে নগরীর পূজামন্ডপ পরিদর্শন  শুরু করেন। রাতে তিনি কুমিল্লা মহানগরীর দক্ষিন অঞ্চলের ১২ মন্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় করেন।এসময় মহানগর পূজা উদযাপন পরিষদের নেতা  বাবু শিবু প্রসাদ রায়, অচিন্ত্য দাস টিটু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক  আতিকুল্লাহ খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, বাবু চিত্তরঞ্জন দাশ, কোষাধ্যক্ষ আলী মনসুর ফারুক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক এনাম,আদর্শ সদর  উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাসার,সাধারন  সম্পাদক ও উপজেলা ভাইস  চেয়ারম্যান  তারিকুর রহমান জুয়েল ,মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান  মামুনুর রশিদ মামুন,মহানগর শ্রমিক লীগের আহবায়ক আনিছুর রহমান  ভূইয়া, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মাষ্টার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারন  সম্পাদক সাদেকুর রহমান পিয়াস সহ বহু দলীয় নেতা-কর্মীরা সাথে ছিলেন।
শনিবার পূজা মন্ডপ পরিদর্শনকালে হাজী বাহার এমপি  আরও বলেন, জাতির পিতার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ বিশ^ দরবারে আমাদের ১৬ কোটি মানুষের মাথা উঁচু করে  দিয়েছেন। নেত্রী  ঘোষনা দিয়েছেন ২০৩০ সালের মধ্যে দেশের আর গরীব মানুষ  থাকবে না। এসব  উন্নয়ন দেখে আবার ষড়যন্ত্র হচ্ছে। যারা ৭১ সালে আমাদের মাবোনদের পাক বাহিনীর  হাতে তুলে দিয়েছিল তারা দেশে-বিদেশে বসে ষড়যন্ত্র করছে।  জাতি ঐক্যবদ্ধ থাকলে দেশের উন্নয়ন কেউ বাধাগ্রস্ত করতে পারবেনা।  শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, একমাত্র শেখ হাসিনার কাছেই প্রিয় মাতৃভূমি নিরাপদ। ৪১ সালের জ্ঞাননির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে শেখ হাসিনার পক্ষে কাজ করতে হবে।  নৌকাকে বিজয়ী করতে হবে।

Post Under