কুমিল্লা রেইসকোর্সে বাসার সামনে ডাক্তার জহিরুল হক ও তার স্ত্রীকে ছুরিকাঘাত করার ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শনিবার রাতে ডাঃ জহিরের স্ত্রী ফারহানা আফরিন হিমি বাদী হয়ে ৫ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেন।
আসামীরা হলেন সালাউদ্দিন মোর্শেদ ভুইয়া ওরফে পাপ্পু ও তার স্ত্রী সুমী, ছেলে আরহাম ও আহনাফ এবং সিলভার ডেভেলপমেন্টের চেয়ারম্যান ফারুক আহমেদ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সনজুর মোর্শেদ।
তিনি জানান, এ ঘটনায় আটক পাপ্পুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী জানান, ডাঃ জহিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি করানো হয়েছে। তার অবস্থা ভালো না। সেখানকার ডাক্তাররা জানিয়েছেন আরো অন্তত দু দিন গেলে ডাক্তার জহিরের অবস্থা বুঝা যাবে।
উল্লেখ্য, শনিবার বেলা দেড়টায় কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় শাপলা টাওয়ারে পরিচালনা কমিটি নিয়ে সংঘর্ষের জেরে স্বস্ত্রীক ডাঃ জহির ও তার স্ত্রীকে হিমিকে ছুরিকাঘাত করা হয়।