দেলোয়ার হোসেন জাকির
কুমিলা-৭(চান্দিনা) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এছাড়াও এই আসনে নির্বাচনের জন্য আরো তিন প্রার্থী তাঁদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলো স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী ও ন্যাপ এর প্রার্থী মোঃ মনিরুল ইসলাম ও জাতীয় পর্টির লুৎফুর রেজা খোকন।
সোমবার দুপুরে কুমিলা সদর আসনের সাংসদ ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারকে সাথে নিয়ে কুমিলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদারের নিকট মনোনয়ন পত্র জমা দেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাপক প্রান গোপাল দত্ত।
এসময় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রৌশন আলী মাস্টার, চান্দিনা উপজেলা চেয়ারম্যান তপন কুমার বক্সি, সাবেক এমপি মরহুম আলী আশ্রাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু, কুমিল্লা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র জমা দেয়ার পর এক প্রতিক্রিয়া অধ্যাপক প্রাণ গোপাল দত্ত বলেন, আমি প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাণ গোপাল বলেন, আমি প্রয়াত সাংসদ অধ্যাপক আলী আশরাফের অসমাপ্ত কাজগুলো শুরু করবো। পুরো চান্দিনার সবাই ঐক্যবদ্ধ। নৌকার বিজয় মানে চান্দিনাবাসীর বিজয়। এ লক্ষ্য সবাই কাজ করছে।
উলেখ্য, চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিলা-৭ আসনের টানা তিন মেয়াদসহ ৫ বারের এমপি ছিলেন অধ্যাপক আলী আশরাফ। গত ৩০ জুলাই তার মৃত্যুতে শূন্য হয় আসনটি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৭ অক্টোবর এ আসনে ভোট গ্রহণ হবে।