একটা সুন্দর এবং সৌহার্দপূর্ণ কথোপকথনের বিকৃতি-পাভেল

  • নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দিনবাহারের দেয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে ষড়যন্ত্র প্রোপাগান্ডা চলছে বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রলীগ নেতা কুমিল্লাআদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল। সামাজিক যোগাযোগ মাধ্যমফেইসবুকে বিষয়টি নিয়ে বেশ আলোচিত হয়েছে। তার বক্তব্যকে সমর্থন করে মন্তব্য শেয়ার করছেন অনেকেই।

নিচে স্ট্যাটাসটি তুলে ধরা হলোঃ

একটা সুন্দর এবং সৌহার্দপূর্ণ কথোপকথন  বিকৃতি প্রথমে করলেন কুমিল্লার একজন তথাকথিত সাবেক অর্বাচিন ছাত্রনেতা, তারপর গতকাল রাতে ঢাকা থেকে হিন্দু বৌদ্ব খৃস্টান ঐক্য পরিষদের  একটা বিবৃতি, যা আজকে অনেক পত্রিকার অনলাইনেআছে আগামীকাল হয়ত প্রিন্ট হতে পারে। বুঝাই যায় প্রোপাগান্ডা মেশিন একটাই।

এমন এক সময় মিশন চালাচ্ছে যখন বীর মুক্তিযোদ্ধা বাহাউদ্দীন বাহার এম পি মহোদয় এবং তার অগনিত নেতাকর্মীপ্রত্যেকটি পুজামন্ডপের নিরাপত্তা নিশ্চিতে কমিটি গঠন এবং পাহারায় টিম তৈরীতে ব্যস্ত। কার স্বার্থ রক্ষায় এই বিবৃতি? যারাআজীবন হিন্দুদের সম্পদ দখল করে লুটেপুটে খেয়েছে তাদের পুনর্বাসনের জন্য? নাকি বি এন পি জামাতের প্রোপাগান্ডায়সহযোগিতার জন্য?  যারা বিবৃতি দিলেন তারা স্বনামধন্য এবং জ্ঞানী গুনি মানুষ। তাদের কাছ থেকে এত হালকা বক্তব্য আমরাআশা করিনি। তাদের একটু জানা উচিত ছিল গত চার দশকে কুমিল্লায় সংখ্যালঘুদের সবচেয়ে আস্থার মানুষটির নাম বাহাউদ্দীন বাহার। বাবরি মসজিদ দাঙার সময় তিনি দিনরাত মন্দির এবং হিন্দু প্রধান এলাকাগুলো পাহাড়া দিয়েছিলেন, সেইপাহারা আজও বিদ্যমান। ২০২১ এর শারদীয় দুর্গা উৎসবের সময় তিনি দেশে ছিলেননা,  নানুয়া দিঘির পাড়ের ঘটনার পর তারকর্মিরা পালা করে দিনে রাতে শুধু পাহারাই দেয়নি বিসর্জন পর্যন্ত সাথে ছিল। তিনি দ্রুত দেশে ফিরে টাউন হল মাঠে সাম্প্রদায়িকসম্প্রতি সমাবেশ করে শান্তির কুমিল্লায় অশান্তিকারিদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি উচ্চারণ করেছিলেন।

জাতীয় রাজনীতিতে যখন জামাত বি এন পি ষড়যন্ত্রের খেলার শেষ পর্ব চলছে ঠিক এই মুহুর্তে  তার বিরুদ্ধে কিছু রাজনৈতিকঅর্বাচিনের মিথ্যাচার এবং হিন্দু বৌদ্ব খৃষ্টান ঐক্য পরিষদের বিবৃতি কার পালে হাওয়া দিচ্ছে সেই প্রশ্ন আসতেই পারে।

Post Under