কসবা বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুরাতন বাজারে বুধবার (২১ জুন) বিকালে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনীর দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারনা করছেন দমকল বাহিনী। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকগণ দাবী করছেন। এ ঘটনায় স্থানীয় সাংসদ ও আইনমন্ত্রী আনিসুল হক তাৎক্ষণিত ভাবে এক লক্ষ টাকা ও ৫০ বান্ডেল টিন ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেন।
দমকল বাহিনী, প্রশাসন, পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কসবা পৌর শহরের পুরাতন বাজারের সীমান্ত কমপ্লেক্স সংলগ্ন মার্কেটের মায়ের দোয়া সাজ ঘর দোকানে বিকাল ৫টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। একে একে সারোয়ার এন্টারপ্রাইজের রড সিমেন্টের দোকান, একটি এস.এস এর দোকান এবং একটি সিমেন্টের গুদামে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কসবার কুটি চৌমহনী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, সহকারি কমিশনার (ভূমি) সনজিব সরকার, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন ঘটনাস্থলে থেকে আগুন নিয়ন্ত্রনে সহযোগিতা করেছেন।
কসবার কুটি চৌমুহনী ফায়ার সার্ভিসের ইউনিট লিডার আবদুল্লাহ খালিদ বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আমিমুল এহসান খান বলেন, প্রাথমিক ভাবে জানাগেছে অগ্নিকান্ডে কমপক্ষে ৬০ লক্ষাধিক টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূইয়া বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদেরকে আইনমন্ত্রী আনিসুল হক এমপি মহোদয়ের পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা এবং ৫০ বান্ডেল ঢেউটিন দেওয়ার ঘোষণা দেন।

Post Under