কসবায় অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে দুইটি ইউনিয়নের ৫শ পরিবার পানি বন্দি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বর্ষণের কারণে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ও গোপীনাথপুর ইউনিয়নের ৫শ পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তা-ঘাট আর ফসলী জমি, এবং ভেসে গেছে পুকুরের মাছ। পানি বন্দিদের জন্য ৫টি আশ্রয় কেন্দ্রে খোলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ১৯ আগস্ট সোমবার থেকে শুরু করে আজ বৃহস্পতিবার পর্যন্ত ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কসবা উপজেলার বায়েক ও গোপীনাথপুর ইউনিয়ের রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে। এ ছাড়াও উপজেলার ১০টি ইউনিয়নের ও পৌর শহরের ফসলী জমি পানিতে তলিয়ে গেছে। কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহারিয়ার মুক্তার উপজেলার বায়েক ও গোপীনাথপুর ইউনিয়ন পরিদর্শন করেছেন।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহারিয়ার মুক্তার বলেছেন, অতি বর্ষণ আর পাহাড়ী ঢলে দুইটি ইউনিয়নের পাঁচশ পরিবার পানি বন্দি হয়ে পড়েছে। এ ছাড়াও তলিয়ে গেছে রাস্তা-ঘাট ও ফসলী জমি। তিনি বলেন, পানি বন্দিদের জন্য ৫টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে।

Post Under