কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) নির্বাচনী এলাকার দায়িত্বশীল নেতা আলহাজ¦ কবীর আহমেদ ভূঁইয়ার আগামী ২০ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ায় সংবর্ধনা উপলক্ষে উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ আগস্ট) বিকালে স্থানীয় চাইনিজ রেস্টুরেন্ট ফুড প্যালেসে আয়োজিত প্রস্তুতি সভায় উপজেলা বিএনপি’র আহ্বায়ক এডভোকেট ফখর উদ্দিন আহম্মদ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ¦ সিরাজুল ইসলাম। কসবা পৌর বিএনপি’র আহ্বায়ক শরিফুল ইসলাম ভূইয়া ও ছাত্রদল নেতা সাহিদুল ইসলাম খান এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন। বিশেষ অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক তামিম সাহেদ রিপন, সদস্য মো. শাহিন, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপি’র সিনিয়র সদস্য মো. আরমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাস এর সদস্য সচিব বায়েজিদ আহাম্মদ হেলন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. ইকলিল আজম, কসবা পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. ছানাউল্লাহ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. আশরাফ, উপজেলা বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও যুবদলের সাবেক আহবায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা যুবদল আহবায়ক মো. মাসুদুল হক ভুইয়া দীপু, সদস্য সচিব মো. জিয়াউল হুদা শিপন, সদস্য সচিব মো. আইয়ুম খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আলী হোসেন, কসবা পৌর যুবদলের আহবায়ক মো. মহসিন, ছাত্রদল নেতা মো. সাদ্দাম হোসেন, মো. জুয়েলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।