কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চকচন্দ্রপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছবক প্রদান, বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় মাদ্রাসার জেনিথ ইসলাম হিফজ বিভাগের কক্ষে গোলাম ফারুক মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আড়াইবাড়ি ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার সহাকারী অধ্যাপক ড. ওসমান গণি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো. শাখাওয়াৎ হোসাইন। মাদ্রাসা কমিটির সদস্য মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, গোপীনাথপুর দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা জসিম উদ্দিন, নবগঠিত কসবা প্রেসক্লাব এর সভাপতি মো. আবুল খায়ের স্বপন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, সাংগঠনিক সম্পাদক বি.এম. ইনয়ামুল ইসলাম, ইটালী প্রবাসী মামুনুর রশিদ ভূইয়া, চকচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা তরিকুল ইসলাম হানাফী, হাফেজ আব্দুল মালেক প্রমুখ। এ সময় মাদ্রাসার ছাত্র—শিক্ষক, অভিভাবক, মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল হালিম বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এরপর হিফজ, নাজেরা ও নুরানীর ছাত্রদের ছবক প্রদান ও দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. ওসমান গণি।