নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ১০১নং বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের টিচার্স রুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত এডহক কমিটির সভাপতি কসবা উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আমির হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কসবা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও কসবা আদর্শ উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সভাপতি মো: সফিকুল ইসলাম ভূইয়া রঙ্গু দারোগা। আরো উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য ও বিদ্যালয়ের দাতা সদস্য সাংবাদিক মো: এমদাদুল হক সোহাগ, এডহক কমিটির সদস্য পানিয়ারুপ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব মো: গোলাম আজম।
বিদ্যালয়ের সহাকারি শিক্ষক গোলাম আজমের সঞ্চালনায় সভায় উপস্থিত গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের অনুভূতি ও বিদ্যালয়ের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো: সফিকুল ইসলাম ভূইয়া রঙ্গু দারোগা বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন বিভিন্ন ইতিহাস সংক্ষিপ্তাকারে উপস্থাপন করেন। এডহক কমিটির জমিদাতা সদস্য এমদাদুল হক সোহাগ কসবা আখাউড়ার উন্নয়নের স্বপ্নদ্রষ্টা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আনিসুল হক এমপির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বিদ্যালয়ের শিক্ষার গুণগত মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অন্যতম জমিদাতা মো: ইউনুছ মেম্বারের ছেলে কসবা পশ্চিম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য কবির আহম্মদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও অন্যতম জমিদাতা আলহাজ্ব মো: নুরুল ইসলাম, সাবেক সভাপতি মো: মুজিবুর রহমান ভূইয়া, সদ্য সাবেক সভাপতি মো: মাজেদুল ইসলাম মাজেদ, কুটি ইউনিয়নের সাবেক মেম্বার মো: রফিকুল ইসলাম ভূইয়া, কসবা পশ্চিম ইউনিয়নের সাবেক মেম্বার মো: জহিরুল ইসলাম জহির, গ্রামের ব্যবসয়ী ও সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সার্জেন্ট মো: হুমায়ুন কবীর, গ্রামের ব্যবসয়ী মো: আইয়ুব সরকার, পানিয়ারুপ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো: মোখলেছুর রহমান, মো: আবু জামাল সামালি, আবু সায়েদ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: সোলেমান, শিরিন আক্তার, সানজিদা বেগম প্রমুখ।
সভার শেষে নবগঠিত এডহক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি। পরবর্তীতে এডহক কমিটির সদ্যরা বিদ্যালয়ের বিভিন্ন উন্ননমূলক কাজ পরিদর্শন করেন।