কসবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধন

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিষ্ঠার ৩৮ বছর পর রোববার (২৮ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধন করা হয়েছে। অপারেশন থিয়েটার উদ্বোধন করেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভ‚ইয়া। এসময় কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানী, কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভ‚ইয়া, কসবা উপজেলা যুুবলীগ সভাপতি এম এ আজিজ উপস্থিত ছিলেন।
কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধনের মাধ্যমে কুমিল্লা জেলার মুরাদনগর ও বাঙ্গুরা উপজেলার পূর্ব অংশ, ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর পূর্ব অংশ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দক্ষিণ-পূর্ব অংশ এবং আখাউড়া উপজেলার দক্ষিণ অংশসহ কসবা উপজেলার হাজার হাজার প্রসূতি মায়েরা বিনামূল্যে নর্মাল ও সিজারিয়ান ডেলিভারীর সেবা সুবিধা পাবেন। এতে পসূতি মায়েদের প্রসবপূর্ববর্তী, প্রসবকালীন ও প্রসবপরবর্তী সেবা প্রদান করা হবে। তিনি আরো বলেন, হাসাপাতালে পরীক্ষাগার পুরোদমে চালু রয়েছে। এতে করে রোগীরা প্রাইভেট হাসপাতালের তুলনায় নামমাত্র মূল্যে পরীক্ষা নিরীক্ষা করতে পারবেন।

 

Post Under