কসবায় কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় ইমামদের ভূমিকা নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা

কসবা (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি

১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুনি মোস্তাক গংরা নৃশংসভাবে হত্যা করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। এর পরই ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় ৪ নেতাকেও হত্যা করে মোস্তাক গং খুনিরা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টায় কসবা টি আলী কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় উপজেলার ৫শ ৫৮ জন ইমামের সাথে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক এমপি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ বাংলাদেশসহ বিশ্বব্যাপি ৪০ লক্ষাধিক লোকের প্রাণহানী হয়েছে। মহামারিতে বাংলাদেশেও ১৫ হাজারের বেশি লোকের প্রাণহানী হয়েছে। তিনি তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। আইনমন্ত্রী বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় শেখ হাসিনার সরকার কর্মহীন মানুষের জন্য ১ লক্ষ ২৮ হাজার কোটি টাকার প্রণোদনা দিয়েছেন। তিনি স্বাস্থ্যবিধি মেনে চলতে ও করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে উদ্বুদ্ধ করার জন্য ইমামদের প্রতি আহŸান জানান।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া, কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন, কসবা উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহŸায়ক এম জি হাক্কানী, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা প্রেসকাব সভাপতি মো. আবদুল হান্নান, সাধারণ সম্পাদক মো. শাহ আলম চেšধুরী, কসবা টি আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে আজাদ, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, যুবলীগ সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহŸায়ক আফজাল হোসেন, যুগ্ম আহŸায়ক কাজী মানিক, আশরাফুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় ইমামদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আবদুল হান্নান, মাওলানা কাওছার আহাম্মদ, মাওলানা জামাল উল হক। এসময় বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Post Under