কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রোববার (০৭ আগস্ট) চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চার হাজার গাছের চারা আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়েছে। বে-সরকারি সংস্থা অর্গানাইজেশন ফর ডেসট্রেটিউট পিপলস (ওডিপি) এর উদ্যোগে এ গাছের চারা বিতরণ করা হয়।
কসবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াপাড়া মিরপুকুপর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তারাপুর ইদ্রিছ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যায়ের চারটি প্রতিষ্ঠানে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে গাছের চারাগুলি বিতরণ করা হয়।
বে-সরকারি সংস্থা অর্গানাইজেশন ফর ডেসট্রেটিউট পিপলস (ওডিপি) এর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কসবা উপজেলা শিক্ষা কর্মকর্তা নাছিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা, প্রথম আলো কসবা প্রতিনিধি মো. সোহরাব হোসেন, সরকারি কর্মকর্তা সাহেদ আলী, কসবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা বেগম, কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা বেগম, নোয়াপাড়া মিরপুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার আক্তার, ওডিপির সহকারী নির্বাহী পরিচালক পারভিন আক্তার।
সংস্থাটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম বলেন, আগস্ট মাস শোকের মাস। বঙ্গবন্ধু শিশুদের ভালবাসতেন। তিনি বলেন, বর্ষার এ মৌসুমে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই ছোট্র শিশুদের মাঝে চার হাজার ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা বিতরন করেছে। আগামীকাল সোমবার কসবার আরো তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে তিন হাজার গাছের চারা বিতরণ করা হবে।