কসবায় শ্রদ্ধা ও ভালবাসায় জাতীয় শোকদিবস পালিত

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রোববার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধা ও ভালবাসায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে কসবায় জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহŸায়ক এম জি হাক্কানী, কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহŸায়ক কাজী আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর ভূইয়া, কসবা প্রেসক্লাব সভাপতি মো. আবদুল হান্নান, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ আহŸায়ক আফজাল হোসেন, যুগ্ম আহŸায়ক আশরাফুল ইসলাম প্রমুখ।

এসময় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও দলীয় নেতাকর্মী ও সুধিজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুকে নিয়ে রচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. রাশেদুল কাওসার ভূইয়া কসবা যুবউন্নয়ন অধিদপ্তর কর্তৃক ৪জন বেকার যুবকের মাঝে ২ লক্ষ ৩০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করেন।

অপরদিকে সকাল ১১টায় কসবা পৌরসভার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্টে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহŸায়ক কাজী আজহারুল ইসলাম, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগ আহŸায়ক আফজাল হোসেন, যুগ্ম আহŸায়ক আশরাফুল ইসলাম প্রমুখ। এ সময় পৌর কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, দলীয় নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা বাসির পক্ষ থেকে কসবা পৌর মেয়র এমরান উদ্দিন সাজাপ্রাপ্ত বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজার রায় কার্যকর করার জন্য আইনমন্ত্রী আনিসুল হক এমপি’র প্রতি জোর দাবি জানান।

 

Post Under