কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের রোভারদের স্তর উন্নয়নের মূল্যায়ণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় পরিক্ষা শুরু হয়।
আরো পড়ুনঃ
সংগঠন সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট মূলত সহচর,সদস্য, প্রশিক্ষণ এবং সেবা এই চারটি স্তর নিয়ে গঠিত। উক্ত স্তরের সহচর থেকে সদস্য এবং সদস্য থেকে প্রশিক্ষণ স্তরে উত্তীর্ণের আশায় পরীক্ষার্থীরা পরিক্ষায় বসেছেন।
এ পরীক্ষায় প্রশ্নপত্র মডারেট ও নির্দেশনায় ছিলেন গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার মোঃ জিয়া উদ্দিন স্যার ও গার্ল ইন স্কাউট লিডার ড. জান্নাতুল ফেরদৌস। উক্ত মূল্যায়ণ পরীক্ষা চলাকালীন সময়ে হল পরিদর্শন করেন গার্ল ইন স্কাউট লিডার ড. জান্নাতুল ফেরদৌস ম্যাম।
ইমাম হোসাইন।