কুবিতে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন

কাতিব হাসান মুরাদ, কুবি প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর  জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ)সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে নিয়ে মাননীয় উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং কেক কাটেন।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মোকাদ্দেস-উল-ইসলামের সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান বলেন, ‘আজ বঙ্গবন্ধুর জন্মদিন। টুঙ্গি পাড়ায় জন্ম নেয়া এক উজ্জ্বল নক্ষত্রের নাম ছিল খোকা। ভূ-রাজনীতি ও মানুষের অধিকার আদায়ে তিনি সততা ও সচেতনতার সহিত স্বাধীকার আন্দোলন করেছেন। তাঁর জন্ম না হলে বাংলাদেশ নামক ভূখন্ডটি আমরা পেতাম না। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আমরা সবাই মিলে নিষ্ঠার সহিত দায়িত্ব পালনের মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এই হোক আমাদের অঙ্গীকার।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, ‘বাংলা, বাঙালি ও বাংলাদেশের সঙ্গে অভিন্ন সত্তায় পরিণত হওয়া এই মহানায়কের জন্মদিন। বাঙালি জাতির জন্য এক নির্মল আনন্দের দিন। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী মিলে এক হয়ে তিন বছর আগে আমরা স্বপ্ন দেখেছিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের মধ্যে একটি উন্নত মানের বিশ্ববিদ্যালয়ে পরিণত করবো। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তা বাস্তবায়ন হতে যাচ্ছে যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু একদিনে তৈরী হয়নি. তিলে তিলে তৈরী হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে, সোনালী অতীত ইতিহাসকে সোনালী বাস্তবে পরিণত করতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’

এরপর শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Post Under