কাতিব হাসান মুরাদ, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সকল বিভাগে আগামী ১৫ জুলাই হতে অনলাইন ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ জুলাই (রবিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গত ২৭ জুন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে অনলাইন ক্লাস চালু সম্বন্ধীয় এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, অনলাইন ক্লাসগুলো ফেসবুক, ইউটিউব ইত্যাদি প্লাটফর্মে আপলোড করে রাখতে হবে যেনো অনুপস্থিত শিক্ষার্থীরা পরবর্তীতে তা দেখে নিতে পারে। তবে অনলাইনে নেয়া যাবে না কোনো মিড টার্ম কিংবা ফাইনাল পরীক্ষা। এ ব্যাপারে একাডেমিক কাউন্সিল পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। তবে অনলাইনে নেয়া যাবে এসাইনমেন্ট।
এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, যদি কোনো সেমিস্টারের ক্লাস শেষ হয়ে গিয়ে থাকে তবে পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে। প্রত্যেক বিভাগের একাডেমিক কমিটি অনলাইন ক্লাসের রুটিন তৈরি করে তা শিক্ষার্থীদের অবহিত করবে।
উক্ত সভায় প্রত্যকে বিভাগের বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যেক সেমিস্টারের জন্য একজন শিক্ষককে কোন শিক্ষার্থীর স্মার্টফোন নেই এবং ইন্টারনেট সুবিধা নেই তার তালিকা তৈরির দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়াও অস্বচ্ছল শিক্ষার্থীদের ‘সফট লোন’ এর মাধ্যমে স্মার্টফোন ও ইন্টারনেটের আওতায় আনা যায় কিনা এ ব্যাপারে ইউজিসি ও শিক্ষা মন্ত্রনালয়ের পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
এছাড়াও সভায় শিক্ষকদের বিডিরেন এর মাধ্যমে জুম ব্যবহার করতে এবং অনলাইন ক্লাসের ব্যাপারে আইটি সেল কর্তৃক সর্বাত্মক সহযোগীতা প্রদান করতে বলা হয়।