কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩১ লক্ষ ৯১ হাজার ৫শত টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দসহ ০১ জন মাদক চোরাকারবারীকে আটক করেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকা কুমিল্লা জেলার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্ত হতে শংকুচাইল, শশীদল, সালদানদী, খারেরা ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত হতে কসবা, চন্ডিদার ও মাদলা বিওপি কর্তৃক ১৫ জানুয়ারি ২০২৫ হতে ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩১ লক্ষ ৯১ হাজার ৫শত টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় মাদক ও বিভিন্ন প্রকার অবৈধ মালামাল জব্দ এবং ১ জন আসামী আটক করেছে।জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে কিসমিস ০৪ কেজি, গরু ১৩ টি, চিনি ৩১৪০ কেজি, থ্রী পিস ৩৪ পিস, নেহা মেহেদী ৬৫০ পিস, ফুচকা ২৩২ কেজি, বাঁজি ১১,৭০০ পিস, বাসমতি চাউল ৪৮০ কেজি, সোফা সেটের কাপড় ২৭৩ গজ, হুইস্কি ৪৯ বোতল, গাঁজা ৪৪ কেজি। এ সময় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত মো. আবেদ আলীর পুত্র মো. মফিজুল ইসলাম (৩৭)।
সুলতানপুর ব্যাটালিয়ন এর (৬০বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।