কুমিল্লা সিটির ৫৫ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

জাতীয় ভিটামিনপ্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে আজ বুধবার (জুন) সকাল ১০টায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বিস্তারিত তথ্য তুলে ধরেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রশাসক . সফিকুল ইসলাম (উপসচিব) 

আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ৪দিন ব্যাপী ৫১টি ইপিআই কেন্দ্রে ০৬ মাস থেকে ১১ মাস বয়সী হাজার ৮২৫ জনশিশুকে নীল রংঙের ভিটামিনক্যাপসুল ১২৫৯ মাস বয়সী ৪৭ হাজার ৩৬৬ জন শিশুকে লাল রংঙের ভিটামিনক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ইপিআই কেন্দ্রে ২জন দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক এবং প্রতিটি ওয়ার্ডে২জন দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। প্রতিটি কেন্দ্রে সকাল .০০ টা থেকে বিকাল ৪টা পর্যন্তবিরতিহীনভাবে শিশুদের ভিটামিনক্যাপসুল খাওয়ানো হবে। কর্ম পরিকল্পনা বাস্তবায়নে সহযোগীতায় থাকবে আরবানপ্রাইমারী হেলথ প্রজেক্ট, সূর্যের হাসি ক্লিনিক মেরিষ্টোপ ক্লিনিক। প্রেস ব্রিফিং কালে কুমিল্লা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধানস্বাস্থ্য কর্মকর্তা মো. আবু সায়েম ভূইঁয়া, ডা. রাফিয়া জান্নাত জেরিন, মেডকেল টেকনোলজিস্ট ইপিআই জহিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Post Under