নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার বরুড়ার ৩নং খোশবাস ইউপি চেয়ারম্যান নামজুল হাসান সর্দারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় চেয়ারম্যানকে রক্ষা করতে গিয়ে খোশবাস ইউনিয়নের আরিফপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে আলী আকবর((২৫) আহত হয়েছেন। হামলার পর চেয়ারম্যানের সাথে থাকা মোটরসাইকেল, টাকা, পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়ারও অভিযোগ ওঠেছে। হামলায় আহত চেয়ারম্যান নাজমুল হাসান সর্দার বরুড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি। গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন।
শুক্রবার (২১ মে) রাত সোয়া ৭ টার দিকে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার হিউম্যান হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। হামলায় আহতাবস্থায় চেয়ারম্যানকে শুরুতে হিউম্যান হাসপাতাল, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত মামলাটি রেকর্ড করা হয়নি বলেও জানা গেছে।
চিকিৎসারত আহত খোশবাস ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান সর্দার বলেন, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে আমি বরুড়া উপজেলা আওয়ালীগের সাধারণ সাম্পদক লিংকন ভাইয়ের সাথে দেখা করে আমার বাবাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। এসময় কুমিল্লা শহরের রেসকোর্স হিউম্যান হাসপাতালের সামনে গেলে পিছন থেকে আমার প্রতিদ্বন্দী প্রার্থী ফাহাদের ছোট ভাই মহানগর ছাত্রলীগ নেতা ফয়সাল খান, এই চেয়ারম্যান খাড়া বলে ডাক দেয়। পিছন ফিরে তাকাতেই তার সাথে থাকা এক দল যুবল আমার উপর হামলা চালায়। আমাকে এলোপাথারি মারধর করতে থাকে। আমার সাথে থাকে আলী আকবর আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। আমি কোন রকমে প্রাণে বেঁচে যাই। আমার সাথে থাকা মোটরসাইকেল, মোবাইল ও টাকা পয়সাও নিয়ে যায়। আমি এ ঘটনায় সুষ্ঠু বিচার চাই।
এই বিষয় জানতে চাইলে বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসির উদ্দিন লিংকন বলেন,
নাজমুলের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই।প্রশাসনের তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করবেন । আমাদের সংগঠনের কেউ এই ঘটনার সাথে জড়িত থাকলে আমরা জেলা আওয়ামীলীগের মাধ্যমে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবো।
অভিযুক্ত কুমিল্লা মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল খান কে কল দিলে, তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কুমিল্লায় কোতোয়ালি মডেল থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, চেয়ারম্যানের উপর হামলার বিষয়টি জেনেছি এবং দেখে এসেছি। লিখিত অভিযোগ এখনো হাতে পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ হামলার প্রতিবাদ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়ে বরুড়ায় মানববন্ধন করেছেন ইউনিয়নের বাসিন্দারা। তারা, ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।