অনলাইন ডেক্স:
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় কুমিল্লার বরুড়া উপজেলায় সোমবার থেকে টানা ১৪ দিনের লকডাউন শুরু হয়েছে। এই কারণে উপজেলার সব হাটবাজার, দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে হাসপাতাল, ওষুধের দোকান ও জরুরি সেবা কার্যক্রম চলবে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি।
বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধবিষয়ক কমিটির সভাপতি মো. আনিসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।