ইংল্যান্ডের লিফ্ট-অফ ফিল্ম ফেস্টিভাল (London Lift-Off Film Festival) এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “আদুরী” সিলেক্টেড হয়েছে। ইংল্যান্ডের এই চলচ্চিত্র উৎসবটি আয়োজন করেছে “লিফ্ট-অফ গ্লোবাল নেটওয়ার্ক সেশন ২০২১”।
উইংস প্রোডাকশন এর ব্যানারে প্রযোজিত বাংলাদেশ থেকে নির্বাচিত চলচ্চিত্রটি নির্মাণ করেন কুমিল্লা সাতরার কৃতি সন্তান তরুণ নির্মাতা এইচ আর হাবিব। হাবিব এর আগে বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নির্মাণ করে প্রশংসিত হয়েছেন। বর্তমানে হাবিব ঢাকায় টেলিভিশন নাটক, বিজ্ঞাপন ও সিনেমার নির্মাতার সাথে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। জানা গেছে, অচিরেই হাবিব নিজে টেলিভিশন নাটক নির্মাণ করবেন। তরুণ এই নির্মাতা জানান, লন্ডনের মতো জায়গায় এতো বড় ফিল্ম ফেস্টিভালে আমার ছোট্ট একটি কাজ সিলেক্টেড হয়েছে আমি খুবই আনন্দিত। এই অনুপ্রেরণা আমাকে সামনে কাজে অনেক অনুপ্রেরণা জোগাবে। তিনি আরো জানান, “আদুরী” চলচ্চিত্রটি কিছুদিন পর দেশের একটি বে সরকারি ইউটিউব চ্যানেলে রিলিজ পাবে।