নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদায় কুমিল্লায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান।
কুমিল্লা জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লার যৌথ উদ্যোগে শুত্রবার দিনব্যাপী দুটি সেশনে দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তন অর্থাৎ টাউনহল মিলনায়তনে আলোচনা সভা, শিক্ষাবৃত্তির চেক বিতরণ, সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীদের সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান। সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেব্রবত ঘোষ প্রমুখ।
পরবর্তীতে, বিকেলে নগরীর বাগিচাগাঁওস্থ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মিলনায়তনে অভিবাসন বিষয়ক কুইজ প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।