চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে আনসার ভিডিপির সদস্যদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ‘মুজিব বর্ষের আহবান লাগাই গাছ বাড়াই বন’ এই প্রতিপাদ্য সামনে রেখে রবিবার সকালে জেলা আনসার কার্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল। এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো. শাহনেওয়াজ হোসেন। জেলার আট উপজেলার আনসার সদস্যদের মাঝে এক হাজার পিস আম, কাঠাল, পেয়ার, অর্জুন, আমলকিসহ বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
চাঁদপুর জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল জানান, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদের নির্দেশে গাছের চারা বিতরণ করা হয়। এসময় জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত আনসার সদস্যদের মাঝে ১হাজার গাছের চারা বিতরণ করা হয়।