জমে উঠেছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন
আওয়ামীলীগে ফাটল, সুবিধাজনক অবস্থানে বিএনপি
এমদাদুল হক সোহাগ:
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১১ই মার্চ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা আদালত প্রাঙ্গনে উৎসব আমেজ বিরাজ করছে। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থীরা প্যানেল হ্যান্ডবিল ও ভোটার কার্ড নিয়ে প্রার্থীদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চাচ্ছেন। অনেকে আবার রাতের বেলায়ও ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। সকাল পেড়িয়ে দুপুর হলেই দলবদ্ধ হয়ে মিছিল ও শোডাউন করছেন তারা। সভাপতি-সাধারণ সম্পাদক সহ মোট ১৭টি পদে একবছরের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। বিগত বছরগুলোতে আওয়ামীলীগ সমর্থিতদের একটি ও বিএনপি সমর্থিতদের একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও এবছর আওয়ামীলীগ সমর্থিতদের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে দুটি প্যানেল হয়েছে। দুটি প্যানেলই আলাদা আলাদা প্রচার প্রচারণা চালাচ্ছেন। সিনিয়র আইনজীবীরা বলছেন নেতৃত্ব ও সরকারী আইনকর্মকর্তা নিয়োগ নিয়েই মূলত বিরোধ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। বিরোধ চলতে থাকলে আওয়ামীলীগের ভোট দুই ভাগ হয়ে যাবে। নির্বাচনে ভরাডুবির আশঙ্কা করছেন আওয়ামী সমর্থিত সাধারণ আইনজীবী ভোটারেরা।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামীলীগ সমর্থিত কুমিল্লা বারের সিনিয়র একজন আইনজীবী ও বারের সাবেক সভাপতি বলেন, শুধু নেতৃত্ব নিয়েই ফাটল ধরেছে। কার আগে কে নেতা হবে এসব কারনে আওয়ামীলীগ দুই ভাগ হয়েছে। আগে আওয়ামীলীগ যে ভোট পেয়ে আসছিলো এবারের নির্বাচনে তা ভাগ হয়ে যাবে।
তবে আওয়ামী পন্থীদের জন্য স্বস্থির খবর হচ্ছে, আওয়ামীলীগের এই দুই ভাগকে একত্রিত করার জন্য চেষ্টা অব্যাহত রখেছেন প্রভাবশালী আলীগ নেতারা।
জেলা পিপি জহিরুল ইসলাম সেলিম ও লাকসাম উপজেলা চেয়ারম্যান ইউনুছ ভূইয়া সহ আইনকর্মকর্তাগণের বড় একটি অংশের নেতৃত্বে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেলে সভাপতি প্রার্থী আহছান উল্লাহ খন্দকার, সাধারণ সম্পাদক প্রার্থী মো: জাহাঙ্গীর আলম ভূইয়া। পাশাপাশি বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনালের সাবেক বিচারক এডভোকেট মাসুদ সালাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল বাশার, সাবেক জেলা পিপি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটনের নেতৃত্বে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রার্থী মো: গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আবছার মিজান।
অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে বাংলাদেশ বার কাউন্সিলের রুলস এন্ড পাবলিকেশন কমিটির সাবেক চেয়ারম্যান কাইমুল হক রিংকুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলে সভাপতি প্রার্থী মো: শরীফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রার্থী মো: সহিদ উল্লাহ। এখন পর্যন্ত নির্বাচনের মাঠে সুবিধাজনক অবস্থানে রয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ। বিশেষ করে তাদের সভাপতি প্রার্থী মো: শলীফুল ইসলঅম গত বছরও নির্বাচনে অংশ নিয়েছিলেন। তিনি আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বর্তমান কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মো: সামছুর রহমান ফারুক জানান, ১১ মার্চ সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর সোয়া একটা থেকে পুনে দুইটা পর্যন্ত বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। সভাপতি, সাধারণ সম্পাদক সহ মোট ১৭টি পদের বিপরীতে এ বছর তিনটি প্যানেল থেকে প্রার্থী হয়েছেন মোট ৫৩জন। মোট ভোটার ১০৮৩জন। ৫৩জন প্রার্থীর মধ্যে সাধারণ সম্পাদক ও সদস্য পদে দুইজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছে।
বক্তব্য নিয়েছি: নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বর্তমান কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মো: সামছুর রহমান ফারুক।