ডেস্ক রিপোর্ট ● কুমিল্লার লাকসামের কৃতি সন্তান তরুণ আলোকচিত্রী সাইফুল রাজুর একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সোমবার দুপুরে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘বাংলাদেশের প্রতিচ্ছবি’ শিরোনামে প্রদর্শনীটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, ধ্রুব মিউজিক স্টেশনে চেয়ারম্যান ধ্রুব গুহ, ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মামুন, বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আককাস মাহমুদ, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য, ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পিআর) ইফতেখায়রুল ইসলাম পিপিএম, মাহী বিজনেস লিমিটেডের চেয়ারম্যান আবু হাসান মোল্লা ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ সবুজ মিয়া, রেডিও স্বদেশের চেয়ারম্যান সাইমুর রহমান।
এ প্রদর্শনী শেষ হবে ১৫ মার্চ সোমবার। সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।