জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আজিজ

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আবদুল আজিজ (এম এ আজিজ)। তিনি জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বগ্রহণ করেন। এম এ আজিজ ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বর্তমান কসবা উপজেলা যুবলীগ সভাপতি। এর পূর্বে তিনি কসবা উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্বভার সফলতার সাথে পালন করেন।
জেলা পরিষদের চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার চিকিৎসার জন্য বিদেশ গমন করেছেন। তার অনুপস্থিতিতে আগামী ২৪ জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন এম এ আজিজ।

দায়িত্বগ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম এ আজিজ বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা আল মামুন সরকার আমাকে ভারপ্রাপ্ত হিসেবে যে গুরুদায়িত্ব দিয়ে গেছেন তা আমি নিষ্ঠা ও সততার সঙ্গে পালনে সচেষ্ট থাকব। পরিষদের সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সম্মিলিতভাবে পরিষদের কর্মকান্ড পরিচালনা করব। আমি চেয়ারম্যানের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থণা করি। এম এ আজিজ কসবা থেকে জেলা পরিষদ সদস্য নির্বাচিত করা এবং এ পর্যন্ত আসার সুযোগ দেয়ায় আইনমন্ত্রী আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণের পর পরিষদের সদস্যরা আবদুল আজিজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় জেলা পরিষদের আরেক প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন, সাধারণ সদস্য শামসুল কিবরিয়া রেজা, সংরক্ষিত সদস্য সোনিয়া আক্তার সূচি ও রুমানুল ফেরদৌসী রুমা উপস্থিত ছিলেন।

Post Under