এমদাদুল হক সোহাগ:
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ঐতিহ্যবাহী আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও দেশখ্যাত আড়াইবাড়ি দরবার শরীফের পীর প্রখ্যাত আলেম মাওলানা গোলাম সারোয়ার সাঈদী ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। আজ শনিবার ভোরে পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালের উদ্দেশ্যে যাত্রা করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। তিনি চার ছেলে, স্ত্রী, পরিবার, পরিজন, শুভাকাঙ্খী ও অসংখ্য মুরিদ রেখে গেছেন। তিনি আড়াইবাড়ির প্রয়াত পীর ও দেশ বরেণ্য আলেম গোলাম হাক্কানী সাহেবের ছেলে। তাঁর মৃত্যুতে ভারি হয়ে উঠেছে পুরো কসবার আকাশ- বাতাস। প্রিয় মানুষকে হারিয়ে শোকে স্তব্ধ তারা।
অধ্যক্ষ গোলাম সারোয়ার পীর সাহেব কসবার মানুষের কাছে দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধা বনিতা সকলের কাছে প্রিয় ও শ্রদ্ধার ব্যক্তি ছিলেন। কোরআনের আলোকে তাঁর বক্তব্য শোনার জন্য প্রতি শুক্রবারই আড়াইবাড়ি মসজিদে বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মানুষ ভিড় করতেন। মোনাজাতে তিনি আল্লাহকে চিৎকার করে ডাকলে অঝড়ে চোখের পানি চলে আসতো মানুষের। জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেতে তিনি কান্না করতেন, তাঁর সাথে মোনাজাতে অংশ নেয়া মানুষগুলোও হাওমাও করে কান্না করতেন। তিনি কোরআনের আয়াত বিশ্লেষন করে ওয়াজ করতেন। মানুষকে হেদায়াতের পথে ডাকতেন। কিভাবে আমল করতে হয় ওইসব বিষয়গুলো সহজে উপস্থাপন করতেন। দেশ বিদেশের বিভিন্ন স্থানে তিনি ওয়াজ করেছেন। তাঁর সুমিষ্ট ওয়াজ সহজেই ধর্মপ্রাণ মানুষকে আকৃষ্ট করতো।
আড়াইবাড়ি কামিল মাদ্রাসার শিক্ষক কামাল উদ্দিন বলেন, বাদ আসর আড়াইবাড়ি দরবার শরীফে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।