কাতিব হাসান মুরাদ কুবি:
ধূলায় অতিষ্ঠ হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৪ নং গেট সংলগ্ন এলাকার দক্ষিণ মোড়-রাজারখোলা রাস্তা অবরোধ করেছে কুবি শিক্ষার্থীরা। রাস্তা সংস্কারের কাজ শুরু না করা পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে বলে জানান অবরোধকারী শিক্ষার্থীরা
বুধবার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা।
তাদের সাথে কথা বলে জানা যায়, ভাল রাস্তার পিচ ঢালাই উঠিয়ে সংস্কারের নামে দীর্ঘদিন ধরে রাস্তা নষ্ট করে ফেলে রেখেছে ঠিকাদার প্রতিষ্ঠান।
এ ব্যাপারে কুবি প্রক্টর ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘ক্যাম্পাসের বাইরের সড়ক হওয়ায় সরাসরি আমরা কিছু করতে পারি না। তবে এলজিআরডি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি।’
রাস্তার ঠিকাদার আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা প্রথমে যে বিল দিয়েছিলাম, সে বিল না পাওয়াতে কাজ ধরতে পারি নাই। এখন আমরা লোন করেছি। লোনটা আগামী সপ্তাহের মধ্যে পেয়ে যাব। এরপর মার্চের এক তারিখ থেকে কাজ ধরতে পারবো।’
এছাড়া ধুলাবালি নিরসনে আগামীকাল থেকেই পানি ছিটানোর ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
অবরোধকারী শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও কুবি শাখা ছাত্রলীগ সভাপতির সাথে মুঠোফোনে রাস্তাটির ঠিকাদার সর্বোচ্চ ১০ দিনের ভেতর অন্তত উপাচার্যের বাসভবন থেকে বঙ্গবন্ধু হল পর্যন্ত অংশের কাজ শুরুর আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।