নগরজুড়ে ঝড় তুলেছে ভোটারদের নৌকার প্রচারণা

নিজস্ব প্রতিবেদক
নগরজুড়ে ঝড় তুলেছে নৌকার ব্যাপক প্রচারণা। সকাল-সন্ধ্যা বিরামহীন প্রচারণায় ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়ে উজ্জিবিত দলের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার বাদ জুম্মা নগরীর প্রায় মসজিদেই মিলাদ- দোয়া ও লিফলেট বিতরণ করা হয়েছে। দ্বিধা-বিভক্ত বিএনপি অনুসারী দুই প্রার্থীর বিপরীতে একক যোগ্য প্রার্থী নিয়ে উৎসবমুখর পরিবেশে নেতা-কর্মীরা প্রচারণা চালাচ্ছেন। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি প্রচারনায় নেমেছেন বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা। এতে করে নৌকার পালে লেগেছে এসেছে নতুন হাওয়া। আজ শনি ও কাল রবিবার দুইদিন আরও ব্যাপক প্রচারণার কর্মসূচি রয়েছে বলে নৌকার নির্বাচনী অফিস সূত্রে জানা গেছে।
গতকাল শুক্রবার নৌকার ব্যাপক প্রচারণায় মুখর ছিল নগরী। নৌকার প্রার্থী আরফানুল হক রিফাত যোগ দিয়েছেন ৩ টি পথসভা ও উঠান বৈঠকে। গতকাল বিকেলে তিনি ২ নং ওয়ার্ডের মগবাড়ি,৩ নং ওয়ার্ডের কালিয়াজুড়ি এবং সন্ধ্যায় তিনি ৮ নং ওয়ার্ডের ঠাকুরপাড়া রেসিডেন্সশিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে উঠান বৈঠকে যোগ দেন।
এদিকে গতকাল শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত এমপি বাহারের সহধর্মেনী নারীনেত্রী মেহেরুন্নেসা বাহার, কণ্যা ডা. তাহসিন বাহার সূচনা ও নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতের সহধর্মেনী অধ্যাপিকা ফারহানা হক শিল্পী নারী ভোটাদের মাঝে গণসংযোগ ও উঠান বৈঠক করেন। ওইসব উঠান বৈঠকে বিপুল সংখ্যাক নারী ভোটার অংশ নেন। তারা শুক্রবার বিকেলে ২০ নং ওয়ার্ডের ডি কে আইডিয়াল একাডেমি মাঠ, সন্ধ্যায় ১৯নং ওয়ার্ডের নেউরা শানু মেম্বার বাড়ি,২১ নং ওয়ার্ডের নোয়াগাও চৌমুহনীতে উঠান বৈঠক করেন।
এদিকে,আ.লীগ সমর্থিত নৌকার প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে দিবা-রাত্রী নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে ব্যাপক প্রচারনা চালাচ্ছেন মহানগরের দলীয় নেতা-কর্মীদের অর্ধ-শত টিম। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে নৌকার প্রচারণা চালাতে আসছে কয়েকটি দলীয় টিম।

 

Post Under