নগরীর ধর্মসাগর চার পাড়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে

এমদাদুল হক সোহাগ
নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত কুমিল্লার ফুসফুস নামে খ্যাত ধর্মসাগরের চার পাড়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে। কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভর্নেন্স প্রজেক্ট (ইউডিসিজিপি) এর অর্থায়নে প্রকল্পটি বান্তবায়ন করা হবে। বুধবার দুপুরে সিটি কর্পোরেশন মিলনায়তনে প্রকল্পটির কনসেপচুয়াল ডিজাইন সহ সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামছুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া, প্রধান প্রকৌশলী জিপি চৌধুরী, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূইয়া, নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিন প্রমুখ।আরবান ডেভেলপমেন্ট এন্ড সিটি গভর্নেন্স প্রজেক্ট (ইউডিসিজিপি) এর টিম লিডার রেমন গুগো, এডিশনার টিম লিডার আকিও ইয়ামাসিতা, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মোঃ আবদুর রউফ, আর্কিটেক্ট সুমাইয়া বিনতে মামুন, হাইড্রোলজিস্ট তকুওয়াকি কাওয়াগোচি, জুনিয়র ইঞ্জিনিয়ার মুস্তাভী রাগীব রহমান প্রমুখ।

মতবিনিময় সভায় শুরুতেই (ইউডিসিজিপি) এর টিম লিডার রেমন গুগো প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, কনসেপচুয়াল ডিজাইনের পর চূড়ান্ত ডিজাইন করে আগামি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষে দ্রুত কাজ শুরু করা হবে। পরবর্তীতে প্রকল্পের আর্কিটেক্ট সুমাইয়া বিনতে মামুন আরো বিস্তারিত তথ্য তুলে ধরেন।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ধর্মসাগরের যে আয়তন আছে সেটা ঠিক রেখে সব কিছু করতে হবে। প্রকল্পটি হবে ন্যাচারাল। এমনভাবে করতে হবে যাতে যাতে আগামি ১০০ বছরেও সমস্যা না হয়।

Post Under