নেপালে গেল কুমিল্লা সাইনিং সিতোরিউ কারাতে দল

নিজস্ব প্রতিবেদক:
নেপালে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কুমিল্লার বাংলাদেশ সাইনিং সিতোরিউ কারাতে দলের যাত্রা।
আন্তর্জাতিক কারাতে বিচারক ও প্রধান প্রশিক্ষক শিহান মোখলেছুর রহমান (আবু) এবং টীম ম্যানেজার গাজী রিয়াজ মাহমুদ এর নেতৃত্বে ২৩ জনের প্রতিনিধি দল নিয়ে ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দর থেকে নেপালের উদ্দেশ্যে যাত্রা করেন।

উলে­খ্য আগামী ২৬ ও ২৭ মে নেপালে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে ১ জুন ঢাকায় ফিরে আসবেন দলটি।

প্রধান প্রশিক্ষক শিহান আবু বলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আরফানুল হক রিফাত ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় পূর্বেও কোরিয়া, চিন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপালসহ বহুবার বিদেশে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে।

বাংলাদেশ সাইনিং সিতোরিউ কারাতে দল আন্তর্জাতিক কারাতে বিচারক ও প্রধান প্রশিক্ষক শিহান মোখলেছুর রহমান (আবু) দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন যেন পূর্বের মত এবারও জেলা ও দেশের সুনাম অর্জন করতে পারেন।

Post Under