বরুড়ায় বাঁশঝাড় থেকে চতুর্থ শ্রেণির শিশু ছাত্রীর মরদেহ উদ্ধার

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

সাকিব আল হেলাল।।
কুমিল্লার বরুড়ায় নাদিয়া সুলতানা ইমু(১০) নামের চতুর্থ শ্রেনীর এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।
বুধবার(১৪ ডিসেম্বর) বিকালে উপজেলার ভাউকসার ইউনিয়নের রাঢ়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নাদিয়া সুলতানা ইমু রাঢ়ী ভূইয়া বাড়ি সংলগ্ন গজারিয়ার (কলুনী) এলাকার মৃত মোঃ সেলিম মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, গত সোমবার একই গ্রামের খালার বাড়িতে বেড়াতে যায় নাদিয়া। বুধবার সকালে খালা সাদিয়া নাদিয়াকে দোকানে পাঠায় খালাতো ভাইকে বাড়িতে ডেকে নিয়ে আসার জন্য। কিন্তু দীর্ঘ সময় বাড়িতে না আসায় নাদিয়ার খালার বাড়ির লোকজন খোঁজাখুজি করে।

এ সময় তার এক খালাতো বোন নাদিয়ার মাকে ফোন করে জানায় নাদিয়াকে খোঁজে পাওয়া যাচ্ছে না।নাদিয়ার মা খবর পেয়ে ছুটে এসে তিনিও অনেক খোঁজাখুজির এক পর্যায়ে জানতে পারেন মেয়েটিকে নিয়ে একই এলাকার মৃত. মনোহর আলীর বখাটে ছেলে জসিমকে ঘুরাঘুরি করেছিল।

এই সূত্র ধরে স্থানীয়দের সহযোগিতায় জসিমকে আটক করে পুলিশকে খবর দেয়া হয়।পরে তার লাঁশ রাঢ়ী ভূইয়া বাড়ি এলাকার বাঁশ ঝাড়ের মাঝে পাওয়া যায়।

বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সফিক মেম্বার নিশ্চিত করেন।

এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন,আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। কুমিল্লা থেকে সিআইডিসহ সকল টীম এসেছিল। আমরা সকল কিছু দেখছি। এ ব্যাপারে সর্বোচ্চ আইননি পদক্ষেপ নেওয়া হবে”।

Post Under