এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
পুলিশ পেটানোর দায়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল আহমেদের ছোট ভাই রাসেল আহমেদকে করা হয়েছে গ্রেপ্তার। শনিবার (১১জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে জেলহাজতে। এর আগে শুক্রবার রাত উপজেলার দড়ি বাঞ্ছারামপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। একই ঘটনায় পুলিশ পোড়াকান্দাপাড়ার মো. খলিলকেও গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৮ জুলাই বাঞ্ছারামপুর মডেল থানার এএসআই মো. ওমর ফারুক এক আসামীর বাড়িতে যাওয়ার পথে বাঞ্ছারামপুর সদরে ইসলামী হাসপাতাল মোড়ে বাঁধাগ্রস্ত হয়। রাসেল আহমেদ ও তার সহযোগীরা পথরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে পুলিশকে। এক পর্যায়ে তারা পুলিশকে মারধরও করে। পরে স্থানীয় লোকজন পুলিশকে রক্ষা করে। এএসআই ওমর ফারুক জানান, মোটরসাইকেল থামিয়ে পথরোধ করে রাসেল সন্ত্রাসী স্টাইলে তাকে মারধর করেছে।
বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বিষয়ের সত্যতা নিশ্চিত কনে বলেন, ‘কর্তব্যরত একজন পুলিশ অফিসারকে মারধর করার ঘটনায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।