এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ফোরলেন প্রকল্পে ভূমি অধিগ্রহণের সরকারি অর্থ পাইয়ে দেয়ার কথা বলে চাঁদাবাজির ঘটনায় সুমন ও সুজন নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে জেলা শহরের পুনিয়াউট এলাকা থেকে গ্রেপ্তারকৃত সুমন ও সুজনের বাড়ি একই এলাকায়। সূত্র জানায়, সুমন ও সুজন ফোরলেন প্রকল্পে অধিগ্রহণকৃত পুনিয়াউট এলাকার বাসিন্দা বাবু্ল মিয়াকে তার জমির সরকারি অর্থ পাইয়ে দেয়ার কথা বলে চাঁদাবাজি করতে যায়। পরে বিষয়টি পুলিশকে জানালে সদর থানা পুলিশ তাদের দুইজনকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (ওসি) মো. আবদুর রহিম বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ‘বাবুল মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলে পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে।