প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রদত্ত পিইসি ক্যাটাগরীতে বৃত্তিপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার ৪৯ জন জন প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মধ্যে ৮,২৬,০০০/= টাকার শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন জেলা প্রশাসক জনাব হায়াত-উদ-দৌলা খাঁন। পিইসি ক্যাটাগরীতে প্রতি শিক্ষার্থীকে ১৪,০০০/= টাকার চেক প্রদান করা হয়।
আজ ০২ সেপ্টেম্বর রোজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব হায়াত-উদ-দৌলা খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশ্রাফ আহমেদ রাসেল, ব্রাহ্মণবাড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জনাব মোঃ আকতার হুসেন এবং সভাপতি ছিলেন কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক জনাব দেবব্রত ঘোষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব হায়াত-উদ-দৌলা খাঁন মূল্যবান বক্তব্য প্রদান করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার অভিবাসী কর্মীদের জাতীয় অর্থনীতিতে অসামান্য ভূমিকার কথা স্বীকার করেন। তিনি জানান, বৈদেশিক কর্মসংস্থানে বিগত বছরে দ্বিতীয় থাকা এ জেলা রেমিটেন্স আহরণেও অন্যতম। উপস্থিত প্রবাসী কর্মীর সন্তানদের তিনি ভাল মানুষ হয়ে দেশের সেবায় নিয়োজিত হবার আহ্বান জানান।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া অফিসের সহকারি পরিচালক জনাব দেবব্রত ঘোষ জানান, অস্বচ্ছল প্রবাসী কর্মীর সন্তানকে শিক্ষিত জনসম্পদে রূপান্তরিত করতে তাদের মেধাবী সন্তানদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডর অর্থায়নে ২০১২ সাল থেকে পিইসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি অথবা সমমান ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হচ্ছে। পিইসি বা সমমানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রতি মাসে ১০০০ টাকা করে ৩ বছর, জেএসসি বা সমমানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রতি মাসে ১৫০০ টাকা করে ২ বছর, এসএসসি বা সমমানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রতি মাসে ২০০০ টাকা করে ২ বছর, এইচএসসি বা সমমানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী প্রতি মাসে ২৫০০ টাকা করে ৪ বছর ধরে বৃত্তি পাবে। বিস্তারিত তথ্যের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট www.wewb.gov.bd ভিজিট করার পরামর্শ দেন তিনি। তিনি আরও জানান, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রবাসী কর্মীর সন্তানদের জন্য নির্ধারিত কোটা সুবিধা রয়েছে। এ কার্যক্রমে সহযোগিতা করেন জনশক্তি জরিপ অফিসার মোঃ ইব্রাহিম।