এমদাদুল হক সোহাগ:
৮ ডিসেম্বর কুমিল্লা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে কুমিল্লা হানাদার মুক্ত হয়। কুমিল্লা টাউনহল মাঠে উড়ানো হয় স্বাধীন বাংলাদেশের পতাকা।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আয়োজনে কুমিল্লা নগরীর ঐতিহাসিক টাউনহল মাঠে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলন শেষে বর্নাঢ্য শোভাযাত্রা নিয়ে নগরীর শিশু উদ্যান সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন ও শোভাযাত্রার নেতৃত্ব দেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ৭১ এর রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
শোভাযাত্রায় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম, কমান্ডার সফিউল আহমেদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সৈয়দ আবদুল্লাহ পিন্টু, বীর মুক্তিযোদ্ধা পাপড়ি বসু সহ কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং মুক্তিযোদ্ধাগণ, কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাদের নিজস্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।
জাতির জনকের ম্যুরালে শুরুতে পুষ্পস্তবক অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি-জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত-প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। পরবর্তীতে শোভাযাত্রায় অংশ নেয়া বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর কুমিল্লা ২ ও ৩ সেক্টরের অধীনে ছিলো।