কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে দুপক্ষের গোলাগুলিতে ইব্রাহিম (৩০) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যার দিকে আধিপত্য বিস্তারের জেরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের পাশের পাহাড়ে গোলাগুলির ঘটনা ঘটে।
আরো পড়ুনঃ
নিহত ইব্রাহিম (৩০) নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।
রোহিঙ্গা শিবিরে নিরাপত্তায় নিয়োজিত ১৬ এপিবিএনের অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর বলেন, রোহিঙ্গা শিবিরসংলগ্ন পাহাড়ি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ইব্রাহিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হলেও সেখানে চিকিৎসাধীন তিনি মারা যান। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।