হাসিনার পতনে বাংলাদেশেকে ভারতের অঙ্গরাজ্য বানানোর স্বপ্ন ভেঙ্গে গেছে

এমদাদুল হক সোহাগ, কুমিল্লা:
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ হাইকমিশন কার্যালয়ে হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে কুমিল্লাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি, কুমিল্লা মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ওই কর্মসূচি পালিত হয়েছে।

কান্দিরপাড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশীদ ইয়াছিন বলেন, শেখ হাসিনা বাংলাদেশের স্বৈরশাসক ছিলেন, বাংলাদেশের মানুষ তাকে পিটাইয়া খেদায়ছে, তাদের (ভারতের) এতা জ্বলে কেন? ভারত বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্যে বানানোর স্বপ্ন দেখতেছিল। শেখ হাসিনার পতনের পর তাদের সেই স্বপ্ন ভেঙ্গে গেছে। শেখ হাসিনা থাকাকালীন ভারত যা ইচ্ছা তা চুক্তি করেছে। ভারত এখন উসকানি দিয়ে ভুল বুঝাবুঝি তৈরি করে দেশের ভেতরে বিশৃঙ্খলা তৈরির পায়তারা করছে বলেও অভিযোগ করেন এই নেতা। তিনি আরো বলেন, বাংলাদেশের জনগন স্বাধীন সার্বভৌমত্বের প্রশ্নে কখনোই আপোষ করবে না।

এসময় মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্য শেষে বিক্ষেভ মিছিল বের করা হয়। মিছিলটি কান্দিরপাড়, মনোহরপুর, রাজগঞ্জ সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কান্দিরপাড়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে স্লোগান দেয়া হয়-হিন্দু মুসলিম ভাই ভাই, দেশে কোন বিবাদ নাই, ঢাকা না দিল্লি, ঢাকা-ঢাকা, ত্রিপুরা না কুমিল্লা, কুমিল্লা-কুমিল্লা, গোলামী না আজাদী, আজাদী-আজাদী।

Post Under