একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভাস্কর্যের বিষয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে : শাজাহান খান এম.পি

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
ভাস্কর্য একটি শিল্প। কেবল বাংলাদেশেই নয় বিশ্বের বহু ইসলামী রাষ্ট্রেই ভাষ্কর্যের প্রচলন রয়েছে। কিন্তু সম্প্রতি বাংলাদেশে একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে ভাষ্কর্যের বিষয়ে বিভ্রান্ত করছে। এই মহল থেকে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এম.পি।
জেলা শহরের শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি, জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির প্রমূখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Post Under