কসবায় সাব্বির হত্যার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ গ্রামে ৫ এপ্রিল সংঘটিত চাঞ্চল্যকর সাব্বির হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার (০২ মে) উপজেলা মুক্ত মঞ্চের সামনে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন নিহত সাব্বিরের পরিবার, স্বজন, শিক্ষার্থী, যুবসমাজ ও এলাকাবাসী।

মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নিহত সাব্বিরের পিতা মো. হানিফ ভূইয়া। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে সাব্বিরকে রফিকের নেতৃত্বে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি তাদের ফাঁসি চাই। আমরা আর কেবল আশ্বাস নয়, দৃষ্টান্তমূলক বিচার চাই। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন আমার ছেলের খুনিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করুন।

এছাড়াও বক্তব্য রাখেন নিহতের মা, নিহতের মামা মাওলানা ওয়ায়েজ, মো. আজমুল হোসেন অনিক প্রমুখ। নিহতের মা বলেন আমার ছেলের খুনিরা প্রতিনিয়ত আমাদের হুমকী-ধামকী দিচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সরকারের কাছে আমার ছেলের খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানাই।

মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও বক্তব্য রাখেন এবং দ্রুত বিচার কার্যক্রম শুরু করার দাবি জানান। বক্তারা বলেন, কসবায় অপরাধীদের কোনো ঠাঁই নেই। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে এলাকাবাসী কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

উল্লখ্য গত ৫ এপ্রিল গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে সাব্বির হোসেন (২৫)কে হত্যা করে দুর্বৃত্তরা।উপজেলার কাইমপুর ইউনিয়নের পানিয়ারুপ পশ্চিম পাড়ার বিলঘর  হাদিস মার্কেটে এ ঘটনা ঘটে। সে পানিয়ারুপ গ্রামের হানিফ ভূইয়ার ছেলে।

নিহতের পরিবারের দাবি, মাদক  বিক্রিতে বাধা দেওয়ায় ওই যুবককে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

 

Post Under