এক ঝলক (সেপ্টেম্বর,2020) প্রকাশ: সেপ্টে ২২, ২০২০ Share শান্ত তিতাসের বুকে বড়শি ফেলে মাছ ধরায় ব্যস্ত এক জেলে। গত ২০ সেপ্টেম্বর দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থেকে তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ জলরাশির উপর ভাসমান বিআইডব্লিউটিএ এর নাবিক হাউজ। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থেকে গত ২০ সেপ্টেম্বর দুপুরে তোলা ছবি।-এমদাদুল হক সোহাগ চাদাবাজ হাতি হানা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রসুলপুর হাওর এলাকায়। বিশাল হাতি দেখে ভয়ে দৌড়াচ্ছেন এক শিশু। গত ২০ সেপ্টেম্বর তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ আরো পড়ুনঃ এক ঝলক (জুন ২০২১) এক ঝলক, জানুয়ারি (২০২১) এক ঝলক (ডিসেম্বর, ২০২০) মনোমুগ্ধকর হাতিয়া ও নিঝুম দ্বীপ ঘুরে আসুন প্রাণ খুলে নৌকার উপর দাড়িয়ে রোদ থেকে বাচার জন্য বাতাসে গামছা মেলে ধরেছেন এক ব্যক্তি। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা থেকে তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ তিতাসের পানিতে ভাসমান ড্রেজিংয়ে ব্যবহৃত পাইপ। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা থেকে তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ গোধূলীলগ্নে তিতাসের বুকে সূর্যাস্ত। নবীনগর থেকে ২০ সেপ্টেম্বর তোলা ছবি। -এমদাদুল হক সোহাগ গোধুলীলগ্নে ফিরতে হবে শহরে তাই স্পীডবোট নিয়ে ছুটছেন যাত্রীরা। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের কাওতলী থেকে নবীনগর পর্যন্ত প্রতিদিন অসংখ্য স্পীডবোট চলাচল করে। ছবিটি গত শনিবার নবীনগর বাজার এলাকা থেকে তোলা। ছবি-এমদাদুল হক সোহাগ। Share