কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে । এ উপলক্ষে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা, কর্মশালা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। এছাড়াও তারুণ্যের উৎসবকে ঘিরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ফুটবল খেলা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের নেতৃত্বে সকল দপ্তরের কর্মকর্তাগন ও শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে তারুণ্য উৎসবের অংশ হিসেবে উপজেলা চত্ত্বরে পিঠা উৎসব হয়। দুটি স্টলে পিঠা উৎসবে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকল কর্মকর্তাগন। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে তারুণ্যের উৎসব নিয়ে গঠনমুলক বক্তব্য রাখেন, কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সরওয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান, কসবা তফজ্জল আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা পৌর বিএনপি সভাপতি মো. শরিফুল ইসলাম ভূইয়া, উপজেলা জামায়াত সেক্রেটারী পীরজাদা শিবলী নোমানী, কসবা থানা ওসি (তদন্ত) রিপন দাস, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান প্রমুখ। এসময় কসবা তফজ্জল আলী ডিগ্রী কলেজ, কসবা মহিলা ডিগ্রী কলেজ ও খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উন্নয়ন ভাবনাসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে তারুণ্যের বিভিন্ন কর্মকান্ড ও জয়গান নিয়ে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে তারুণ্যের উৎসব উপলক্ষে খেলাধুলা, চিত্রাংকন প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।