কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজ সোমবার বিকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুর্ধ-১৭) এং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালিকা অনুর্ধ-১৭) আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে কসবা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেছেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূইয়া।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলমের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূইয়া, কসবা পৌরসভার প্যানেল মেয়র মো. আবু জাহের প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশ নেয়া মেহারী ইউনিয়ন ফুটবল একাদশ বনাম কুটি ইউনিয়ন ফুটবল একাদশ।
টুর্নামেন্টে কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও কসবা পৌরসভাসহ ১১টি দল অংশ নেওয়ার কথা রয়েছে।