কুমিল্লা বরুড়ায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা গুরতর আহত বাবা

এমদাদুল হক সোহাগ
কুমিল্লার বরুড়া উপজেলার ৩নং উঃ খোশবাস ইউনিয়নের অলিতলা গ্রামের মেহেদী হাসান রাজু নামের ছাত্রলীগ নেতা ও তার বাবা আব্দুল করিমকে বাড়ির সামনে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করেছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা মেহেদীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় এবং তার পিতা আব্দুল করিম হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহত মেহেদী হাসান রাজু ইউনিয়ন ছাত্রলীগের প্রভাবশালী সহসভাপতি ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টায় মেহেদী হাসান রাজু ও তার বাবা আবদুল করিম বাড়ির সামনে গেলে হঠাৎ অতর্কিতভাবে অজ্ঞাত সন্ত্রাসী বাবা ছেলে দুজনের উপর ঝাপিয়ে পড়ে দুজনকেই ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাদের চিৎকারের শব্দ শুনে আশেপাশের লোকজন দৌঁড়িয়ে এসে দেখে দুজনকে আহত হয়ে পড়ে থাকতে দেখেন।

পরিবারের লোকজন স্থানীয় প্রতিবেশিদের সহযোগীতায় কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান রাজুকে মৃত ঘোষণা করেন। এঘটনায় আব্দুল করিম কুমেক হাসপাতালে চিকিৎধীন আছেন। মেহেদীর মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে আছে।

এ বিষয়ে ৩নং উঃ খোশবাস ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হাসান সরদার বলেন,অজ্ঞাত সন্ত্রাসীরা মেহেদীকে হত্যা করেছে। আমি চাই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি। তার বাবাও অনেক আহত হয়েছেন। এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। আশা করি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি ইসমাইল হোসেন মোল্লা বলেন, মেহেদী ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় ও প্রভাবশালী একজন কর্মী ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। অপরাধি যেই হোক তাদের খোজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বরুড়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাজমুল হাসান মজুমদার বলেন, আমরা গভীরভাবে শোকাহত। গতকাল রাতেই আমাকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিষয়টি জানিয়েছে। আমরা আমাদের সহযোদ্ধার হত্যার বিচার চাই। প্রাথমিকভাবে আমি জেনেছি সামাজিক একটি বিরোধ ও পূর্বশত্রুতা থেকে হত্যাকান্ড ঘটেছে। বরুড়া উপজেলা ছাত্রলীগ মেহেদী হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রত হত্যাকারীদের বের করে গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে বরুড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিত বড়ুয়া হত্যাকান্ডের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকান্ডের বিষয়ে এখনো কোন মামলা দায়ের হয়নি। নিহত ছাত্রলীগ নেতার বাবা আব্দুল করিম গুরতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Post Under