বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল বাসারের দাফন সম্পন্ন

অধ্যাপক শেখ কামাল উদ্দিন

যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় চকচন্দ্রপুর পূর্বপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব.) হাজী মো. আবুল বাসার এর নামাযে জানাযা শেষে দাফন সম্পন্ন।
শুক্রবার ০৪ জুলাই বাদ আছর চকচন্দ্রপুর পূর্বপাড়া মসজিদ প্রাঙ্গনে কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলামের নেতৃত্ব থানা পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাসারকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় মরহুমের সহযোদ্ধা, উপজেলা ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহী চকচন্দ্রপুর পূর্বপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট হাজী মো. আবুল বাসার শুক্রবার ভোরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক সংগঠন মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Post Under