চাঁদপুরে দেড় হাজার ছাড়িয়েছে করোনা আক্রান্তের সংখ্যা

শরীফুল ইসলাম
চাঁদপুরে আরো ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ৩০ জনসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১৯জন। সোমবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৭১ জন। সুস্থ হয়েছেন ৮৫৮ জন।
মঙ্গলবার চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা ৭৮টি নমুনার মধ্যে পজিটিভ ৩০টি এবং নেগেটিভ ৪৮টি।

আক্রান্ত ৩০ জনের মধ্যে চাঁদপুর সদরে ২২ জন, মতলব উত্তরে একজন, ফরিদগঞ্জে একজন, হাজীগঞ্জে তিনজন, কচুয়ায় একজন ও শাহরাস্তিতে দুইজন।

নেগেটিভ ৪৮টি রিপোর্টের মধ্যে চাঁদপুর সদরে ২৭টি, মতলব দক্ষিণে একটি, হাজীগঞ্জে পাঁচটি, শাহরাস্তিতে ১৫টি।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৫১৯ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫৭৪, হাইমচরে ১১৪, মতলব উত্তরে ১১০, মতলব দক্ষিণে ১৬৯, ফরিদগঞ্জে ১৭৫, হাজীগঞ্জে ১৫১, কচুয়ায় ৬৯ ও শাহরাস্তিতে ১৫৭ জন।

তিনি আরো বলেন, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২০, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৭, শাহরাস্তিতে ৬, কচুয়ায় ৬, মতলব উত্তরে ৯, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১ জন।

Post Under