নাসিরনগরে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে মানববন্ধন

নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান চৌধুরীঃ
উপজেলা সদর ঈদগাহ ময়দান হাজী আব্দুল বাক্কী মিয়া কর্তৃক অবৈধভাবে নির্মিত স্থাপনা সমূহ উচ্ছেদের দাবিতে মানববন্ধন।
আজ ৪ অক্টোবর সকাল ১০.৩০ ঘটিকায় নাসিরনগর স্থানীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের জনগণের উদ্যোগে ঈদগাহ ময়দানে “”মুক্তিযোদ্ধা মার্কেট ” নামে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবীতে মানববন্ধন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপি থেকে জানা যায়, নাসিরনগর সদর ঈদগাহ মাঠটি সর্বমোট ৩৭.৫০ শতাংশ ভূমির উপর প্রতিষ্ঠিত। স্থানীয় ধর্মানুরাগী ও সমাজ সেবক হাজী রমজান আলী জায়গাটি নাসিরনগর ধর্মপ্রাণ মুসলমানদের ঈদের সালাত আদায় করার জন্য ওরাকফ করে দেন। প্রায় দুই যুগ যাবৎ শান্তিপূর্ণভাবে ঈদের সালাত আদায় করে আসছে। কিছুদিন পূর্বে উক্ত মাঠের পূর্বদিকে স্থানীয় হাজী মোঃ আব্দুল বাকী এলাকাবাসীর বাঁধা সত্ত্বেও স্থানীয় প্রশাসনকে না জানিয়ে ”মুক্তিযোদ্ধা মার্কেট” নামে অবৈধ স্থাপনা আংশিক নির্মাণ করেন। এলাকাবাসী বেদখলকৃত জায়গাটি পুনরুদ্ধার সহ অবৈধ স্থাপনা উচ্ছেদদের বিহিত ব্যবস্থা গ্রহণ করতে উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী এর সাথে আলাপ কালে তিনি জানান, জায়গাটি নিয়ে হাজী আব্দুল বাকী নিজেই আদালতে মামলা করেছে। আবার নিজেই আদালত অবমাননা করে উক্ত স্থানে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে । অতএব এ বিষয়টি আদালতের বিবেচনার বিষয়, আমি উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করছি, উর্ধতন কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নেবে তা বাস্তবায়ন করা হবে।

Post Under