নাসিরনগরে ভিজিএফ কর্মসূচির অর্থ বিতরণ

আজিজুর রহমান চৌধুরী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাসিরনগর উপজেলায় ভিজিএফ কর্মসূচির আওতায় ১৭,৫৯৯ কার্ডের বিপরীতে ৭৯,১৯,৫৫০ টাকা নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালে সংযুক্ত হন এমপি সংগ্রাম। মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুনের সভাপতিত্বে ভিজিএফ কার্ড বিপরীতে নগদ টাকার চেক বিতরণ অনুষ্ঠান হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে অংশ গ্রহণ করেন, ব্রাহ্মণবাড়িয়া-১ ( সাংসদ) সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এম পি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ, ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ চন্দন কুমার পোদ্দার, চাতলপাড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ, ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ লতিফ হোসেন, গোকর্ণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শুভ্র সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজাহারুল ইসলাম ভূইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল মিয়া, প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেওয়ান আতিকুল রহমান আঁখি, কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াছ আলী,সাংস্কৃতিক সম্পাদক অরুণ ভট্টাচার্য, যুবলীগ নেতা রায়হান আলী ভূইয়া, স্বেচ্ছাসেবক লীগের নেতা নির্মল চৌধুরী, মোঃ সাখাওয়াত হোসেন, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ টি এম মোজাম্মেল হক সরকার, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।। ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রতি ৪৫০ টাকা করে উপজেলার ১৩ টি ইউনিয়নের ১৭,৫৯৯ জন ভিজিএফ কার্ডের বিপরীতে ৭৯,১৯,৫৫০ টাকা প্রদান করা হবে।

Post Under