বলিউডের জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতা শাহরুখ খানের অবসর নিয়ে কৌতূহলের যেন কমতি নেই। প্রায় সময়ই অনুরাগীদের মাঝে এ নিয়ে আলোচনায় থাকেন। কবে অভিনয় থেকে অবসর নেবেন কিং খান?
এই সময়ে এক ভক্ত জানতে চেয়েছিলেন, বলিউডে তার পরে সবচেয়ে বড় কী? এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেছিলেন, কোনো দিনও বিনোদন জগৎ থেকে আমি সরে যাব না। হয়তো আমি এর পর আরও বড় হয়ে আকর্ষণীয় হয়ে ফিরে আসব। নয়তো আমাকে বলিউড থেকে সরিয়ে দিতে হবে।
অভিনেতার মুখে এই উত্তর শুনে খুশি হন শাহরুখ ভক্তরা। অপর একজন তাকে জিজ্ঞাসা করেন, আপনি কী নিজেকে বিশ্বের রাজা মনে করেন?
উত্তরে খান বলেন, এসব আমি নিজেকে মনে করি না। আমি ছেলের খেলনাও পরিষ্কার করি। এ সময় তিনি আবারও বলেন, আমি নিজে বলিউড থেকে সরব না।
উত্তরে অভিনেতা বলেন, আমার কাছে কোনো বিলাসবহুল দামি গাড়ি নেই, আমার হুন্দাই গাড়ি আছে। অনেকেই আমার অনেক দামি গাড়ির কথা বলে সোশ্যাল মিডিয়ায়, তা কিন্তু আমার নেই।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে শাহরুখের পাঠান ছবিটি। সিনেমাটি দারুণ সাফল্য লাভ করেছিল। সিনেমাটি শুধু দেশের মধ্যে নয়, বিদেশেও দারুণভাবে জনপ্রিয় হয়েছে এবং বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করেছে।